ক্যাটাগরি

সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক মোস্তফা সরয়ার ফারুকী

এ উৎসবের অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগের জন্য তিনিসহ বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, প্রযোজককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে উৎসব কর্তৃপক্ষ।

বিচারকদের সভাপতির দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার অভিনেতা ডেভিড ওয়েহাম; সদস্য হিসেবে ফারুকীর সঙ্গে রয়েছেন-অস্ট্রেলিয়ার নির্মাতা জেনিফার পিডম, গোল্ডেন বিয়ারজয়ী তুরস্কের নির্মাতা সেমিহ কোপলানোগ্লু ও টোকিওর কাওয়াকিতো মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউটের নির্বাহি পরিচালক ইয়োকো সাকানো।

৮ থেকে ১৯ জুন সিডনিতে বসছে এ উৎসবের ৬৯তম আসর; অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগের জন্য ১২টি বিভাগের জন্য সিনেমা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নির্বাচন করবেন বিচারকরা।