ক্যাটাগরি

‘রিফিউজি’ আসছে ১০ জুন

হইচইয়ের
প্রযোজনায় সিরিজটি নির্মাণ করেছেন ইমতিয়াজ; এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফজাল
হোসেন।

মঙ্গলবার
ওয়েব সিরিজের টিজার প্রকাশ করেছ হইচই; এতে দেখা গেছে ঢাকার ২০০৭ সালের একটি কাহিনি
তুলে আনা হয়েছে। আফজাল হোসেনকে খুঁজতে একটি শরণার্থী শিবিরে গেছে পুলিশ। পুলিশের চরিত্রে
অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

আফজাল
হোসেন কোনো সন্ত্রাসী নাকি ভালো মানুষ-তা জানতে অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।

শরণার্থী
শিবিরের এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা।