ক্যাটাগরি

শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কাটছে

মাঝারি শৈত্যপ্রবাহ কেটে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে এখন। সেই সঙ্গে এর বিস্তারও কমছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এখন গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, বদলগাছি, শ্রীমঙ্গল, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু জায়গায় শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে।

“মৃদু শৈত্যপ্রবাহ আরও দুয়েকদিন কয়েকটি এলাকায় থাকতে পারে। তাপমাত্রা বাড়তে থাকায় ধীরে ধীরে কেটে যাচ্ছে শৈত্যপ্রবাহ।”

রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে। আগামী তিন দিন তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

বড় এলাকা জুড়ে তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে আবহাওয়াবিদরা তাকে বলেন মৃদু শৈপ্রবাহ; থার্মোমিটারের পারদ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি ও সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

শুক্রবার থেকে টানা চার দিন শৈত্যপ্রবহ বিরাজ করে বিস্তীর্ণ অঞ্চলে। শনিবার কুড়িগ্রামের রাজারহাটে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এ মৌসুমে সর্বনিম্ন।

 

আরও পড়ুন

শৈত্যপ্রবাহ অব্যাহত, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস
 

মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে