ক্যাটাগরি

ইউক্রেইনে আরও দুই রুশ সেনার কারাদণ্ড

গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এ নিয়ে রুশ সেনাদের যুদ্ধাপরাধের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো রায় দিল ইউক্রেইন আদালত।

মঙ্গলবার রায় ঘোষণার সময় আটক দুই রুশ সেনা অ্যালেক্সান্ডার ববিকিন এবং অ্যালেক্সান্ডার ইভানভ মধ্য ইউক্রেইনের কোটেলেভস্কা জেলা আদালতে উপস্থিত ছিলেন। গত সপ্তাহে তারা দুইজনই দোষ স্বীকার করেন।

ইউক্রেইনের পতাকার সামনে দাঁড়িয়ে বিচারক ইভেন বলিভক বলেন, ‘ববিকিন এবং ইভানভের অপরাধ সম্পূর্ণ প্রমাণিত হয়েছে।’ কৌসুঁলিরা এ দুই রুশ সেনাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিলেন।

তবে দুই রুশ সেনা দোষ স্বীকার করেছেন এবং তারা কেবল আদেশ পালন করেছিলেন জানিয়ে তাদের শাস্তি কমিয়ে ৮ বছর করার আবেদন জানান তাদের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা।

গত সপ্তাহে দুই রুশ সেনাই স্বীকার করেন যে, তারা রাশিয়ার বেলগোরোদ অঞ্চল থেকে ইউক্রেইনের খারখিভ অঞ্চলে গোলাবর্ষণকারী সেনা ইউনিটে অংশ নিয়েছিলেন।

সেই গোলাবর্ষণে ডেরহাচি শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় এবং সীমান্ত এলাকার কয়েকটি বসতির ঘর-বাড়িসহ গুরুত্বপূর্ণ  অবকাঠামো ধ্বংস হয়। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন কৌঁসুলিরা।

ববিকিন ও ইভানভনের মধ্যে একজনকে আর্টিলারি চালক এবং অপরজনকে গানার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। সীমান্ত পেরিয়ে গোলাবর্ষণ করতে থাকার কারণে তাদের আটক করা হয়।