ক্যাটাগরি

ঢাকার বনানীতে সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, তরুণ নিহত

বিমানবন্দর সড়কে মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. রাব্বী (২৫) পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন।

এনিয়ে গত দুদিনে রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন তরুণের মৃত্যু হল।

এর আগে সোমবার হাতিরঝিলে নিয়ন্ত্রণহারা মোটরসাইকেল সড়ক বিভাজকে ধাক্কা দিলে দুই তরুণের মৃত্যু হয়।

পুলিশ বলছে, মোটর সাইকেলের অতিরিক্ত গতির কারণে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সজোরে আরোহীদের আছড়ে ফেলে।

বনানী থানার এসআই জোবায়দুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়ক ধরে মোটরসাইকেলে যাওয়ার সময় সেতু ভবনের সামনে নিয়ন্ত্রণ হারান রাব্বী। মোটরসাইকেলসহ সজোরে সড়ক বিভাজকে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাব্বী বোরহানউদ্দীন পোস্টগ্রাজুয়েট কলেজে পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছে। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

এসআই জোবায়দুল জানান, স্বজনেরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যেতে চান বলে পুলিশকে জানিয়েছেন। যেহেতু তিনি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন, অন্য কারও বিরুদ্ধে স্বজনদের অভিযোগ নেই।