বুধবার ভোর থেকে মূল ফটক
বন্ধ করে ছাত্রলীগ কর্মীদের বিক্ষোভের কারণে ক্যাম্পাসে বাস ও ট্রেন চলাচলও বন্ধ
রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দীন সুমন।
বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে তিনি বলেন, “মাজারগেইট এলাকায় ভিএক্স গ্রুপের দুই নেতার ওপর দুর্বৃত্তরা
হামলা করে- এমন অভিযোগে কিছু শিক্ষার্থী প্রধান ফটক অবরোধ করেছে।”
শাটল ট্রেনের বগিভিত্তিক
সংগঠন ভিএক্স গ্রুপ। এই গ্রুপের নেতৃত্বে রয়েছেন ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী
দু্র্জয়।
ভিএক্স গ্রুপের অনুসারীরা
জানান, দুর্জয় ও মোহাম্মদ রাশেদ নামে তাদের দুই নেতা ভোররাতে মটরসাইকেলে করে
ক্যাম্পাসে ফিরছিলেন। মাজার গেইট এলাকায় স্থানীয় যুবলীগ নেতা হানিফের অনুসারীরা তাদের
মারধর এবং মোটর সাইকেল ভাঙচুর করেন।
তাদের অভিযোগ, অহেতুক
তাদের দুই নেতাকে মারধর করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তারা ক্যাম্পাসে
অবরোধের ডাক দিয়েছেন।
শাটল ট্রেনের ষোলশহর
স্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসে
স্থানীয়দের দ্বারা দুই নেতা আক্রান্ত হয়েছে- এমন সংবাদে নিরাপত্তাজনিত কারণে শাটল
ট্রেন বন্ধ রয়েছে।”
সকাল থেকে কোনো ট্রেন
বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায়নি বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে যুবলীগ
নেতা হানিফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তারা সাড়া পাওয়া যায়নি।
ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে
জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর শহীদুল ইসলাম বলেন, “তাদের দাবির বিষয়টি সমাধানের
চেষ্টা চলছে।”