ক্যাটাগরি

প্রথম টেস্টে নতুন অধিনায়ককে পাচ্ছে না পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার এক বিবৃতিতে জানায়, অধিনায়কের অনুপস্থিতিতে প্রথম
টেস্টে দলকে নেতৃত্ব দিবেন কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর
আগে অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বাবর ও বাঁ হাতের
বৃদ্ধাঙ্গুলে ইমাম চোট পান।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে
পিসিবি। অভিষেকের অপেক্ষায় থাকা
ইমরান বাটকে রাখা
হয়েছে দলে।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে ইমরান নজর কাড়েন
নির্বাচকদের। কায়েদ-ই-আজম ট্রফির ২০১৯-২০ মৌসুমে ৬২ গড়ে ৯৩৪ রান করা এই ব্যাটসম্যান ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

দুই বছর পর টেস্ট
দলে ফিরেছেন ফাহিম
আশরাফ। এই বোলিং
অলরাউন্ডার লাল বলে পাকিস্তানের হয়ে সবশেষ
খেলেছেন ২০১৯ সালের
জানুয়ারিতে, দক্ষিণ আফ্রিকায়। করোনাভাইরাসের কারণে
ইংল্যান্ড সফর থেকে
সরে দাঁড়ানো হারিস
সোহেলও আছেন দলে।

আগামী শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট
৩ জানুয়ারি, ক্রাইস্টচার্চে।

পাকিস্তান টেস্ট দল: মোহাম্মদ রিজওয়ান (প্রথম টেস্টের অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম
আশরাফ, ফাওয়াদ আলম,
হারিস সোহেল, ইমরান
বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান,
শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল
খান, ইয়াসির শাহ,
বাবর আজম ও ইমাম-উল-হক।