বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ
এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অ্যাসিড নিয়ন্ত্রণ
আইনের ৩২৬ (এ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের
আদেশ দেন আদালত। দুই আসামিই পলাতক।”
দণ্ডিতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হালুয়াছড়ি এলাকার
বাসিন্দা মাছুমা খাতুন ও তার মেয়ে মোস্তফা বেগম। ঘটনার সময় মোস্তফার সঙ্গে একই
এলাকার বাসিন্দা নুরুল আবছারের (২৬) প্রেমের সম্পর্ক ছিল।
আইনজীবী লোকমান হোসেন চৌধুরী বলেন, “মেয়ের
পরিবার থেকে বিয়ের প্রস্তাব দিলে তা ছেলের পরিবার মানেনি। একারণে ১৯৯৫ সালের ২৭
জুলাই বিকেল সাড়ে ৪টায় নুরুল আবছারকে ডেকে আনে মোস্তফা। সেখানে তাকে অ্যাসিড ছুড়ে
মারলে তার মুখমণ্ডল ঝলসে যায়।”
লোকমান বলেন, “রায় ঘোষণার সময় আদালত
বলেছেন, আসামিরা মহিলা এই বিবেচনায় তাদের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন
কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের
সাজা দেন আদালত।”
ওই ঘটনায় নুরুল আবছারের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ১৯৯৬
সালের ৫ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। এরপর অভিযোগ গঠন হয় ১৯৯৯ সালের ১২ অগাস্ট।
মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ২৭ বছর পর
বুধবার এই রায় দেওয়া হলো।