ক্যাটাগরি

আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি নিতে বললেন শেখ হাসিনা

বুধবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সম্মেলনের এই আভাস
দেন তিনি।

শেখ হাসিনা বলেন, “আমাদের জাতীয় সম্মেলনও
আমাদের আশা আছে হয়ত ডিসেম্বরের মধ্যে আমরা সেটা করব। তারও প্রস্তুতি আমাদের নিতে হবে।”

এবার হবে আওয়ামী লীগের ২২তম সম্মেলন। এর আগে ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়
২০১৯ সালের ২১ ডিসেম্বর।

করোনাভাইরাস মহামারীর কারণে অনেক কাজই করা যায়নি বলে আটটি বিভাগে দলের
সম্মেলন করার জন্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে টিম গঠনের কথাও তিনি বলেন।

শেখ হাসিনা বলেন, “সমগ্র বাংলাদেশ তারা সফর
করছে এবং সম্মেলনগুলো অনুষ্ঠিত করছে।”

কেন্দ্রীয় সম্মেলনের আগে তৃণমূলে দল গোছানোর কথাও বলেন তিনি।

“যাতে করে আমাদের সংগঠনটা শক্তিশালী হয়।”

সম্মেলনের কাজে উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পৃক্ত হওয়ার প্রত্যাশাও
প্রকাশ করেন আওয়ামী লীগ সভানেত্রী।


আওয়ামী লীগের সম্মেলন ডিসেম্বরে হওয়ার আভাস দিলেন কাদের
 

তিনি বলেন, “সম্মেলনের আগে আমাদের
অনেক কাজ থাকে। আমরা গঠনতন্ত্র বিষয়ে একটা কমিটি করি। আমাদের দলীয় ম্যানিফেস্টো যেটা
হয়, ঘোষণাপত্র তার জন্য আমরা একটা কমিটি করি। আর এর মাধ্যমেই কিন্তু আমাদের আগামী দিনের
পরিকল্পনাটা ….অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে
দেশের উন্নয়নটা কী করব, সেই পরিকল্পনার যে একটা কাঠামো, সেটাও কিন্তু এখানেই আমরা করে
থাকি।

“আপনারা আমাদের উপদেষ্টা পরিষদ। আপনারাই এ্যাকচুয়ালি
আমাদের থিংক ট্যাঙ্ক। আপনারা আমাদের পরামর্শ দেবেন। আমরা আশা করি আপনারাও এই বিষয়টা
দেখবেন।”