ক্যাটাগরি

প্রশিক্ষণে গিয়ে দুই কনস্টেবলের ‘না ফেরার’ তদন্ত করছে চট্টগ্রামের পুলিশ

বুধবার চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) আমীর জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন অতিরিক্ত উপ কমিশনারকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফিরে না আসা পুলিশ সদস্যদের বেতন ও রেশন স্থগিতসহ যে ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেগুলো ইতোমধ্যে নেওয়া শুরু হয়েছে বলে জানান আমীর জাফর।

চট্টগ্রাম মহানগর পুলিশের ডগ স্কোয়াড গঠনের জন্য ‘ম্যানেজমেন্ট, হ্যান্ডলিং অ্যান্ড ট্রেইনিং অব ডগ’ বিষয়ে প্রশিক্ষণ নিতে ৯ মে নেদারল্যান্ডসে গিয়েছিলেন আট সদস্য। একজন সহকারী কমিশনারের নেতৃত্বে দলে ছিলেন একজন এসআই (সশস্ত্র), একজন নায়েক এবং পাঁচজন কনস্টেবল।

আট দিনের প্রশিক্ষণ শেষে দলের ছয় জন গত ২৪ মে দেশে ফিরলেও কনস্টেবল মো. শাহ আলম ও কনস্টেবল রাসেল চন্দ্র দে ফেরেননি।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ফিরতি ফ্লাইটের আগের দিন ২২ মে কনস্টেবল রাসেল ও কনস্টেবল শাহ আলম হোটেল থেকে বেরিয়েছিলেন। সঙ্গীরা পরে তাদের আর কোনো খোঁজ পাননি।

 

এ সম্পর্কিত আরও খবর

ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ