চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত
মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত মুহাম্মদ বেলাল হোসেন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকার মৃত কবির আহম্মদের ছেলে। এ মামলায় জামিনে
থাকলেও রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
রাস্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত
মহানগর পিপি আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত
হওয়ায় আসামি বেলালকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক
বছর দণ্ড দেওয়া হয়েছে।
২০১৯ সালের ১০ নভেম্বর নগরীর
আলকরণ এলাকায় বেলালের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা
১৮ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেন।
ওই ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক
তপন কান্তি শর্মা কোতোয়ালি থানায় মামলা করেন। ২০২০ সালের ২ ডিসেম্বর আসামির বিরুদ্ধে
অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
রাষ্ট্রপক্ষে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ
শেষে বুধবার আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।