সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পূবাইল কুদাব এলাকায় লাগা এ
আগুন টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায়
এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান
বলেন, “প্রথমে ’রহমান এন্টারপ্রাইজ’ নামের তুলা ও ঝুট থেকে সুতা তৈরির
কারখানায় প্রথমে আগুন লাগে।

“পরে মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পাশের
মেশিনরুম, কাটিং রুম ও গুদামে ছড়িয়ে পড়ে।”
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা
সম্ভব হয়নি বলে জানান ইকবাল।