ক্যাটাগরি

সহযোগী কোম্পানি ছাড়তে ১ বছর সময় পেল ব্যাংক চেয়ারম্যানরা

বুধবার
বাংলাদেশ ব্যাংক সার্কুলারে জানিয়েছে, আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের জুনের মধ্যে তাদের
সহযোগী কোম্পানির দায়িত্ব ছাড়তে হবে।

ব্যাংকগুলোর
অনুরোধের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সময় বাড়িয়ে দেওয়ার এ সিদ্ধান্ত জানিয়েছে।

কারণ
হিসেবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একসঙ্গে এতজন পদত্যাগ করলে কোম্পানিগুলো দক্ষ লোকের
অভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

কেন্দ্রীয়
ব্যাংক বলছে, “সাবসিডিয়ারি কোম্পানি এবং ব্যাংকের অর্থায়নে গঠিত অন্যান্য কোম্পানি/প্রতিষ্ঠানের
পরিচালনা পর্ষদে দায়িত্বরত চেয়ারম্যান/পরিচালক/সদস্যের শূন্য পদের জন্য ব্যাংকের দক্ষ
উত্তরসূরি/প্রতিস্থাপক গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট পদ হতে পদত্যাগ/অব্যাহতি গ্রহণের
মাধ্যমে পদ শূন্য করার সময় ৩০ জুন ২০২৩ পর্যন্ত বর্ধিত করা হল।“

বুধবারের
সার্কুলারে বলা হয়, “সাবসিডিয়ারিসহ ব্যাংকের অর্থায়নে গঠিত অন্যান্য কোম্পানি/প্রতিষ্ঠানের
লাভ-ক্ষতি ও এতদ্সংশ্লিষ্ট ঝুঁকি ব্যাংক কোম্পানিকেই বহন করতে হয়।

“কোম্পানি/প্রতিষ্ঠানসমূহ
দক্ষতার সাথে পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। এখন ব্যাংকসমূহ হতে এ মর্মে অবহিত হওয়া
গিয়েছে যে, উল্লিখিত সার্কুলার লেটারের নির্দেশনা অনুযায়ী সাবসিডিয়ারি কোম্পানি এবং
ব্যাংকের অন্যান্য কোম্পানি/প্রতিষ্ঠানসমূহে দায়িত্বরত চেয়ারম্যান/পরিচালক/সদস্যের
পদ একসাথে তাৎক্ষণিকভাবে শূন্য করা হলে উক্ত প্রতিষ্ঠানসমূহ পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতার
অভাব সৃষ্টি হওয়ার আশংকা দেখা দিতে পারে। ফলশ্রুতিতে ব্যাংক আর্থিক ক্ষতির সম্মুখীন
হওয়ার ঝুঁকিতে পড়বে।“


ব্যাংক ও কমিটির চেয়ারম্যানরা আর সহযোগী কোম্পানিতে নয়
 

এর
আগে গত ১১ মে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির চেয়ারম্যানরা এখন থেকে
ব্যাংকের সহযোগী কোম্পানিতে যুক্ত হতে পারবেন না বলে নিষেধাজ্ঞা দিয়েছিল।

ব্যাংক
পরিচালনা ও ব্যবস্থাপনায় ‘স্বার্থের সংঘাত’ এড়ানোর পাশাপাশি ‘সুশাসন, নিরপেক্ষতা ও
পেশাগত মান’ নিশ্চিতে সিদ্ধান্তটি নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

ওই
সিদ্ধান্তের ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদের, নির্বাহী
কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানদের ওই ব্যাংকের অধীনে সহযোগী
বা অর্থায়ন করা কোনো কোম্পানির পরিচালনায় সম্পৃক্ত হওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়।

এমনকি ব্যাংকের পরিচালিত ফাউন্ডেশনের পরিচালনায়ও সম্পৃক্ত হতে পারবেন
না তারা।

বর্তমানে ব্যাংকের
পরিচালনা পর্ষদের সদস্যদের দিয়ে তিনটি কমিটি গঠনের অনুমোদন রয়েছে বাংলাদেশ
ব্যাংকের। এগুলো হলো- নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি। এসব
কমিটির চেয়ারম্যানদের আবার ব্যাংকের অন্যসব সহযোগী কোম্পানি পরিচালনায় যুক্ত থাকতে
দেখা যায়।

নতুন সিদ্ধান্তের তারা
আরও একবছর উভয় পদে থাকতে পারবেন।