ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম জানান, উপজেলার নিমতলা মোড় এলাকায় উর্বশী সিনেমা হলের সামনে বুধবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-উপজেলার শিবনগর ইউনিয়নের বুলবুল আহম্মেদের ছেলে তাজিম আহম্মেদ (১৭) ও বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে মো. সবুজ (২৪)।
আহত খলিদ (১৮) উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে। তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তাজিম ও সবুজ ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।