আটক সজীব সরদার (৩০) জেলার আগৈলঝাড়া
উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের ইউনুস সরদারের ছেলে।
মঙ্গলবার রাতে গৈলা বাজার থেকে
আটকের পর বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান।
ওসি বলেন, সজীব মাদক ও হত্যাসহ
পাঁচটি মামলার পলাতক আসামি। তাকে একটি শুটারগান, দুই রাউন্ড গুলি ও ২৯০টি ইয়াবাসহ
র্যাব গ্রেপ্তার করে থানায় দেয়। র্যাব সজীবসহ চারজনের নামে থানায় দুটি মামলা
করেছে।
তবে সজীবকে ফাঁসানো হয়েছে বলে তার
স্ত্রী নওরীন জাহানের দাবি।
নওরীন বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “কয়েক দিন আগে এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। আমরা ভেবেছিলাম সে
ঘটনায় সজীবকে র্যাব ধরতে এসেছে।
“সজীব সরে যাওয়ার চেষ্টা করলে র্যাব
তার বিছানার নিচ থেকে অনেক কিছু পেয়েছে বলে জানায়। কিন্তু বিছানা আমি প্রতিদিন
পরিষ্কার করি। ওখানে কিছুই ছিল না। আমার ছেলের পেছনে লেগে থাকা ষড়যন্ত্রকারীরা র্যাবকে
দিয়ে এটি করাচ্ছে। তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে।”
সজীবকে প্রয়োজনী চিকিৎসা
দেওয়ার দাবি জানান নাসরিন জাহান।
ওসি গোলাম সরোয়ার বলেন, আটকের সময়
ধস্তাধস্তি হওয়ায় কিছুটা আহত হতে পারেন সজীব। তাকে নির্যাতন করা হয়নি। তার সঙ্গে কোনো
খারাপ আচরণ করা হয়নি। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।