তাদের আচরণবিধি মানার অনুরোধ জানিয়ে ইসি
বলছে, বিধি লঙ্ঘন হলে কমিশনকে কঠোর অবস্থানে যেতে হতে পারে।
এই তিন সংসদ সদস্য হলেন- শরীয়তপুর-১
আসনের মো. ইকবাল হোসান, ঝিনাইদহ-১ এর মো. আব্দুল হাই ও ঝিনাইদহ-২ এর তাহজীব আলম
সিদ্দিকী।
তাদের আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত চিঠি
পাঠানোর কথা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান ইসির জনসংযোগ পরিচালক এস এম
আসাদুজ্জামান।
১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন, ছয়
পৌরসভা, এক উপজেলা ও ১৩৫ ইউপির ভোট রয়েছে। কাজী হাবিবুল আউয়াল কমিশনের মেয়াদের
শুরুতে এটাই প্রথম নির্বাচন।
এই নির্বাচনের প্রচার শুরুর পর থেকে
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে বিভিন্ন এলাকা থেকে।
সংসদ সদস্যদর স্থানীয় ভোটের প্রচারে অংশ
নেওয়ার সুযোগ নেই। এ তিন সংসদ সদস্য স্থানীয় সরকারের এ নির্বাচনে আচরণবিধি উপেক্ষা
করে এলাকায় অবস্থান, প্রচারে অংশ নেওয়া ও প্রভাব খাটানোর অভিযোগ উঠে।
চিঠিতে ইসি বলেছে, “লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো এলাকায়
আচরণ বিধিমালার ব্যত্যয় ঘটানো হচ্ছে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের
প্রচার-প্রচারণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে সরকারি সুবিধাভোগী
অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন,
যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।”
আচরণ বিধি মানতে সংসদ সদস্যদের সহযোগিতা
চেয়ে চিঠিতে বলা হয়, “অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়-দায়িত্ব
সংশ্লিষ্ট সংসদ সদস্য এড়াতে পারেন না। এ ধরণের ঘটনা ঘটবে না বলে কমিশন অত্যন্ত
আশাবাদী।
“কোনো কোনো ক্ষেত্রে এমন পরিস্থিতির উদ্ভব হলে, সে ক্ষেত্রে
নির্বাচন কমিশনকে কঠোর অবস্থানে যেতে হতে পারে।”
সংসদ সদস্যদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, সংসদ
সদস্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে শুধু ভোট দিতেই নির্ধারিত কেন্দ্রে
যাবেন এবং ভোট শেষে ভোটকেন্দ্র ত্যাগ করবেন।
ঝিনাইদহে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি
এদিন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে ঝিনাইদহ
পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে কমিশন।
প্রচার শুরুর পর থেকে নরসিংদীর মনোহরদী
উপজেলার খিদিরপুর ইউনিয়ন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন, মেহেরপুর
সদর উপজেলার বারাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের প্রচার নিয়ে আচরণবিধি লঙ্ঘনের
অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশও দেওয়া হয়েছে।