ক্যাটাগরি

শেরপুরের সীমান্তে মৃত হাতি উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায়
কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী বিটের বেড়বেড়ি এলাকা থেকে বনবিভাগের কর্মকর্তারা
মৃত হাতিটি উদ্ধার করেন।

বনবিভাগ ও স্থানীয়রা
জানায়, বিকালে কয়েকজন আদিবাসী বেড়বেড়ি এলাকায় একটি ‘বন্যহাতির’ মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
পরে বিষয়টি বনবিভাগকে জানানোর পর সন্ধ্যায় রাংটিয়া রেঞ্জের গজনী বিটের বন কর্মকর্তারা
মৃত বন্যহাতিটি উদ্ধার করেন।

হাতিটির পেট ফুলে গেছে
এবং শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী
উপজেলার রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বলেন, উদ্ধারকৃত বন্যহাতিটির মৃত্যুর
প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। মাদি এই হাতির বয়স আনুমানিক সাত থেকে আট বছর
হবে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী
কর্মকর্তা ফারুক আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন,
আগামীকাল মৃত বন্যহাতিটির ময়নাতদন্ত করা হবে। এতেই মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্ত
সম্পন্ন হওয়ার পর নিয়মানুযায়ী মৃত হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে।