ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম বৃহস্পতিবার এ
পরোয়ানা জারির আদেশ দেন।
আযেশার বিরুদ্ধে মামলাকারী দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২৮ এপ্রিল জি কে শামীমের
মা আয়েশা আক্তারের এক মাসের জামিন মঞ্জুর করেন আদালত। সে মেয়াদ শেষ হলেও গত ২৯ মে তিনি
আদালতে হাজির হননি। সেজন্য বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।”
২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোলাম কিবরিয়া
শামীমের (জি কে শামীম) বিরুদ্ধে করা মামলায় তার মাও আসামি।
২০১৯ সালের ২১ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি
করেন। ২০২০ সালের ২২ ডিসেম্বর দুদক অভিযোগপত্র অনুমোদন করে। পরের বছরের ১৬ নভেম্বর
অভিযোগপত্র গ্রহণ করে আদালত।
তখন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আয়েশা এই বছরের ২৫ জানুয়ারি ঢাকার জ্যেষ্ঠ
বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। বিচারক তখন তাকে কারাগারে
পাঠিয়ে দেন।
এরপর অসুস্থতার কারণ দেখিয়ে হাই কোর্টে যান আয়েশা আক্তার। তার জামিন প্রশ্নে গত ২৩ ফেব্রুয়ারি
উচ্চ আদালতের রুল জারি হয়েছিল।
এরপর গত ২৮ এপ্রিল ঢাকার ৪ নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলম এক মাসের জন্য
জামিন দেন আসামি আয়েশাকে।
বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ঢাকার গুলশানের
নিকেতনে তার কার্যালয় থেকে আটক করে র্যাব। তারপর তার বিরুদ্ধে বেশ ককেটি মামলা হয়।