ক্যাটাগরি

পুলিশে পদোন্নতি, আরও ৭৩ জন অতিরিক্ত ডিআইজি

গত ১১ মে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি করার পর এখন সেই সব শূন্য পদ পূরণ করা হচ্ছে।

মঙ্গলবার ৪৬ জন পুলিশ সুপারকে অতিরিক্ত উপ-মহা পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করার আদেশ হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

দুদিন বাদে আরও ৭৩ জনের পদোন্নতির আদেশ হল। তাতে দুই দফায় পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ১১৯ জন। নিকট অতীতে একসঙ্গে এত পদোন্নতি আর হয়নি।

বৃহস্পতিবার পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)’র সহকারী মহাপরিদর্শক মুহিবুল ইসলাম।