ক্যাটাগরি

নারায়ণগঞ্জে লেকে গোসল নেমে ২ কিশোরের মৃত্যু

শুক্রবার বিকাল ৪টার দিকে তাদের লাশ
উদ্ধার করে করা হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক
আবদুল্লাহ আল আরেফিন জানান।

নিহতরা হলো- ফতুল্লার দেওভোগ এলাকার
ইকবাল খানের ছেলে ইমতিয়াজ আহমেদ (১৪) এবং একই এলাকার জাকির মিয়ার ছেলে মিহাদ হোসেন
(১৩)। তারা দুজনই দেওভোগ মাদ্রাসায় পড়াশোনা করত। 

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক
বলেন, জুম্মার নামাজের সময় দুই কিশোর লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ঘণ্টাখানেক
পরে একজনের লাশ ভেসে উঠলে এলাকাবাসী স্বজনদের খবর দেয়। আরেক কিশোরের লাশ উদ্ধার
করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ইমতিয়াজের বাবা ইকবাল খান জানান,
দুপুরে জুম্মার নামাজ পড়তে বাসা থেকে বের হয় ইমতিয়াজ৷ নামাজ শেষ হলেও সে বাড়িতে
ফিরে আসেনি।

“বিকাল ৩টার দিকে খবর পাই, আমার ছেলের
সহপাঠীর লাশ পাওয়া গেছে জল্লাপাড়া লেকে। সেখানে গিয়ে জানতে পারি, আমার ছেলেও
পানিতে নেমেছিল। এরপর ফায়ার সার্ভিসের লোকজন আইসা লাশ উদ্ধার করছে।”