শুক্রবার
সকালে সদর উপজেলার পাছগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি জানান, প্রথমে মদিনা ফোম
কারখানা থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। এরপর পাশের জনতা মুড়ি কারখানায় আগুন
ছড়িয়ে পড়ে।
“খবর
পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনটি ইউনিট দুই ঘণ্টার
চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি
আরও জানান, ‘মদিন ফোম’ কারখানায় কিছু রাসায়নিক ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন
দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা
যায়নি।
এ ঘটনায়
কেউ হতাহত হয়নি বলেও তিনি জানান।