শুক্রবার নোয়াখালীর মাইজদী
এলাকা থেকে তাদের আটক করা হয় বলে চাঁদপুর থানার ওসি আব্দুর রশিদ জানান।
তবে পুলিশ আটককৃতদের নাম-পরিচয়
বলেনি।
পুলিশ জানায়, বরিশালের মুলাদি
থেকে ১৮ টন সয়াবিন বীজ নৌ-পথে চাঁদপুর আসার পর একটি ট্রাকে করে এই লক্ষ্মীপুর বিসিকের
উদ্দেশে পাঠানো হয়। ট্রাকচালক ও তার সহকারী সেই মাল বিসিকে না নিয়ে মাইজদীতে এক ব্যবসায়ীর
কাছে চার লাখ টাকায় বিক্রি করেন। মাল বিক্রির টাকা নিতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তিনজনকে
আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মালসহ তিনজনকে আটক করে।
ওসি আব্দুর রশিদ বলেন, আটককৃতদের
বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।