ক্যাটাগরি

স্বীকৃতি পেয়ে আরও ভালো করার প্রতিশ্রুতি মিরাজ-তপুদের

রাজধানীর একটি হোটেলে শুক্রবার জমকালো আয়োজনের
মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২১ সালের সেরাদের হাতে পুরস্কার তুলে দেয় ক্রীড়া সাংবাদিকদের
সংগঠন বিএসপিএ।

মোট ১৬টি ক্যাটাগরিতে এবার ১৯ জন বর্তমান
ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের ফাঁকে পুরস্কার জয়ীরা জানান তাদের
প্রতিক্রিয়া।

মেহেদী
হাসান মিরাজ

বর্ষসেরা
ক্রীড়াবিদ ও বর্ষসেরা ক্রিকেটার

“বিএসপিএকে ধন্যবাদ জানাতে চাই যে, তারা প্রতি
বছর খেলোয়াড়দের এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকেন। যেহেতু এই বছর আমি পেলাম, অবশ্যই আমার
জন্য অনেক ভালো লাগার বিষয়। এর আগে আমাদের সিনিয়র খেলোয়াড়রা পেয়েছেন, এবার আমি পাচ্ছি।
আশা করি, ভবিষ্যতে তারা আরও আয়োজন করবে এবং ক্রিকেটার বা অন্য খেলোয়াড়রা উৎসাহিত হবে,
তারাও এই আওয়ার্ড পেতে পারবে।”

তপু
বর্মন

পপুলার
চয়েজ অ্যাওয়ার্ড জয়ী ও বর্ষসেরা ফুটবলার

“এটা খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় মঞ্চ, আমি
মনে করি। তারা সারা বছর পারফর্ম করে, ভালো খেলে। এরপর যে অ্যাওয়ার্ড, এটা কিন্তু আমার
কাছে মনে হয় একটা খেলোয়াড়ের জন্য অনেক বড় পাওয়া। এই জিনিসটা ভেবে আমার কাছে খুবই ভালো
লাগছে।”

“সমর্থকদের উদ্দেশ্যে একটা কথা বলব, যাদের
জন্য পপুলার চয়েজ অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি। দর্শক ছাড়া আসলে আমরা কিছুই না। আমরা মাঠে
ফুটবল খেলি, কিন্তু তারাই আমাদের প্রেরণা জোগান। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখনও
যে মানুষ ফুটবলকে ভালোবাসে, এটা একটা প্রমাণ বলে আমার কাছে মনে হয়।

দিয়া
সিদ্দিকী

বর্ষসেরা
আর্চার

“এই পুরস্কার আমার জন্য বাড়তি প্রেরণার। অবশ্যই
দায়িত্ব অনেক বেড়ে গেল। যেহেতু দেশের জন্য খেলি, সব সময়ই দায়িত্ব থাকে। কিন্তু এটাকে
চাপ হিসেবে না নিয়ে অনুপ্রেরণার হিসেবে নেব, যেন পরের বার আরও ভালো করতে পারি।”

মাকসুদা
আক্তার মৌ

বর্ষসেরা
বডিবিল্ডার

এত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য খুবই ভালো
লাগছে। যেহেতু মেয়েদের অনেক বাধা জয় করতে হয়, সেহেতু এটা সবার জন্য একটা প্রেরণা হিসেবে
কাজ করবে। এই পুরস্কারের মাধ্যমে দায়িত্ব অনেক বেড়ে গেল। সামনে আরও ভালো কাজ করব। আন্তর্জাতিক
আসরে এরই মধ্যে একবার অংশ নিয়েছি গত বছর। এ বছরও ইচ্ছে আছে অংশ নেওয়ার। সামনে এগিয়ে
যেতে চাই আরও।

সাবিনা
খাতুন, নারী ফুটবল দলের অধিনায়ক

(তৃণমূলের
ক্রীড়া ব্যক্তিত্ব আকবর আলীর পক্ষে পুরস্কার গ্রহণকারী)

“আকবর আলীর স্যারদের মতো মানুষ আছেন বলেই
আজকে আমরা সাবিনা, শিরিন। আমাদের প্রতি উনারা যে পরিশ্রমটা করেছেন, অবশ্যই তাদের জন্য
এসব পুরষ্কার বা অন্য কোনো কিছুই যথেষ্ট নয়। তারা অনেক অনেক কিছু ডিজার্ভ করে, যেটা
আসলে পুরস্কার দিয়ে পূরণ করা যাবে না।”

ফয়সাল
হোসেন

বর্ষসেরা
সাইক্লিস্ট

“অনেক ভালো ভালো খেলোয়াড়দের মধ্যে আমি আজ
এই পুরস্কার পেলাম, এটা খুবই ভালো লাগছে। এটি আমার প্রথম অ্যাওয়ার্ড। বিএসপিএকে ধন্যবাদ।
আমরা দেশের ভেতরে ভালো করছি। এখন দেশের বাইরে ভালো করতে চাই। তবে আমাদের সেভাবে কোনো
মাঠ নেই। নিজস্ব মাঠ পেলে আমাদের আরও ভালো করা সম্ভব হবে। আর ব্যক্তিগতভাবে এই পুরস্কার
আমার জন্য প্রেরণার হিসেবে কাজ করবে।”