ক্যাটাগরি

চট্টগ্রামে গাড়ি খাদে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার বিকাল ৪টার দিকে মহাসড়কের লোহাগাড়া
উপজেলার চুনতি বাগানবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির
শিক্ষার্থী রসুলে মুসাফি আসলাম (২৫) মারা যান। তার বাড়ি বগুড়ায়।

দোহাজারি হাইওয়ে পুলিশের ওসি মাকসুদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “প্রাডো গাড়িতে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ফেরার পথে নিয়ন্ত্রণ
হারিয়ে সেটি গাছের সঙ্গে ধাক্কা দেয় এবং খাদে পড়ে যায়।”

তিনি জানান, ঘটনাস্থলেই আসলামের মৃত্যু হয়। আহত হন আরও দুইজন।
তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।