শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের দিন বৃহস্পতিবার প্লাটিনাম জয়ন্তীতে রানিকে আলাদা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাষ্ট্র ও সরকার প্রধান।
শুভেচ্ছা বার্তায় রানি এলিজাবেথের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনার পাশাপাশি যুক্তরাজ্য ও বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন তারা।
রাষ্ট্রপতি বলেন, “আপনার যুক্তরাজ্যের সিংহাসনে আরোহণের প্লাটিনাম জয়ন্তীতে এবং জাতির জন্য আপনার ৭০ বছরের সেবা ও উৎসর্গের গর্বিত সময়ে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাই।”
তিনি আরও বলেন, “দুদেশের জনগণের জীবনমানকে উন্নত করতে মহামহিম আপনার অবিচল অঙ্গীকারের ফলে আমাদের দুদেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক গত পাঁচ দশকে আরও পরিপুষ্ট হয়েছে।”
প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ করে দুদেশের মধ্যকার বিশেষ বন্ধন ও সহযোগিতাকে আরও গভীর ও বিস্তৃত করতে রানির সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
সরকার ও জনগণের পক্ষ থেকে রানি দ্বিতীয় এলিজাবেথকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এই ঐতিহাসিক মুহূর্তে মহামহিম আপনার সাত দশকের দৃষ্টান্তমূলক সানুগ্রহ, দায়িত্ব এবং আপনার জনগণ, রাজত্ব ও কমনওয়েলথ দেশের জন্য আপনার সেবাকে বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি।
“বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি ও কমনওয়েলথ রাষ্ট্রসমূহের প্রধান হিসেবে আপনার অসাধারণ নেতৃত্ব ও উত্তরাধিকার আমাদেরকে অব্যাহতভাবে উৎসাহিত করে যাবে এবং আমাদের শক্তি ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে।”
দুদেশের মানুষের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও গভীর করার ক্ষেত্রে রানীর অব্যাহত অবদানকে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশরা শ্রদ্ধার সঙ্গে লালন করে থাকে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।