ক্যাটাগরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেলের নার্সকে শিক্ষার্থীর যৌন হয়রানি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামুনুর রশীদ শনিবার সকালে এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। পরে তিনি ঘটনাটি লিখিতভাবে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানের কাছে স্বীকার করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৯টার দিকে শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র মামুনুর রেবিস ভ্যাকসিন নিতে আসেন। এ সময় সেখানে কর্মরত নার্স তাকে ভ্যাকসিন দিতে গেলে মামুনুর তাকে যৌন হয়রানি করেন।

এ বিষয়ে মামুনুরের সঙ্গে যোযোগ করা হলে তিনি দায় স্বীকার করে বলেন, “এটা আমি ইচ্ছা করেই করেছি।”

প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহযোগী শিক্ষক সুব্রত বণিক বলেন দাবি, মামুনুর ‘মানসিক ভারসাম্যহীন’।

তিনি বলেন,“মামুনুরের রুমমেট ও হল কর্তপক্ষ জানিয়েছে যে, সে গত তিন চারদিন ধরে ‘অস্বাভাবিক আচরণ’ করছে। কয়েকদিন ধরে তাকে নার্সিং করা হচ্ছে।“

এদিকে এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি মেডিকেলের সামনে বিক্ষোভ করে এবং সকাল ১০টা থেকে দুই ঘণ্টা মেডিকেল তালাবদ্ধ করে রাখে।

এ সময় কর্মচারী সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, “আজকের মধ্যে যদি মামুনুরকে স্থায়ী বহিষ্কার করা না হয় তাহলে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ভবন ঘেরাও করা হবে।”

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে তালা খুলে দেন তারা।

বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান ডা. শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছি। আশা করি, কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে।”

এ বিষয়ে প্রক্টর ফিরোজ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে শিক্ষার্থীও তার অভিযোগ স্বীকার করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নিবে।”