ক্যাটাগরি

রংপুরে নিখোঁজ গৃহবধূর মরদেহ গর্তে, স্বামী আটক

উপজেলার পারুল ইউনিয়নের বিরাহিম কুটিয়ালপাড়া গ্রাম থেকে শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয় বলে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র জানান।

নিহত ৩৪ বছর বয়সী এই নারী ওই গ্রামের বাসিন্দা। তার ১৪ বছরের একটি ছেলে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সৈয়দপুর বাজারে আশা হোটেলে কাজ করতেন এই নারী। বুধবার রাত ১১টা দিকে হোটেল থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হলে তার বাবা থানায় একটি জিডি করেন। পরে অনেক জায়গায় খোঁজ নিয়ে মেয়ের সন্ধান পাওয়া যায়নি।

“শনিবার সকালে মানিক মিয়ার বাড়ির পেছনের একটি পুকুরের গর্তে পোঁতা অব্স্থায় মরদেহের একটি টুকরা টেনে বের করে কুকুর। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা পুলিশকে খবন দেয়। পরে পুলিশ গিয়ে তিনটি গর্ত থেকে টুকরো মরদেহ উদ্ধার করে।”

ওসি সরেস আরও বলেন, গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।