ক্যাটাগরি

শিক্ষক সমিতির দাবি না মানায় গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় অচল

বৃহস্পতিবার
সকাল থেকে বিশ্ববিদ্যালয়টি কার্যত অচল হয়ে পড়লেও সচল করার উদ্যোগ দেখা যায়নি। শুক্র
ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার সচল হবে কিনা তা সংশ্লিষ্টরা বলতে পারেননি।

শিক্ষক
সমিতির দাবি না মানায় একাডেমিক কার্যক্রম বর্জন করা হয় বলে সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান
ও সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ জানান।

বুধবার
বিকাল সাড়ে ৫টায় এক জরুরি সভা হয় বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষকদের সঙ্গে উপাচার্যের
আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি।

দাবি
সম্পর্কে কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ন্যূনতম যে যোগ্যতা
নির্ধারণ করতে বলেছে ইউজিসি তা শিক্ষকদের স্বার্থ-পরিপন্থী হওয়ায়, রিজেন্ট বোর্ডে অনুমোদনের
লক্ষ্যে হুবহু এজেন্ডাভুক্ত না করা। শিক্ষকদের মাধ্যমে একটি কমিটি করে ইউজিসির নির্দেশিকার
আলোকে শিক্ষকদের জন্য একটি ভারসাম্যমূলক ও সামঞ্জস্যপূর্ণ নীতিমালা তৈরি করার ব্যাপারে
উদ্যোগ গ্রহণ করা। যারা আপগ্রেডেশনের যোগ্যতা অর্জন করেছেন তাদের প্রক্রিয়া শেষে রিজেন্ট
বোর্ডের এজেন্ডাভুক্ত করা।

সমিতির
সাধারণ সম্পাদক আবু সালেহ  বলেন, “আমরা চাই
উপাচার্য স্যার আমাদের সঙ্গে এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করুন। তাহলে সমস্যার সমাধান
হয়ে যাবে । আমরা আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।”

উপাচার্য
একিইএম মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঢাকা আছেন। ক্যাম্পাসে ফিরে
শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন।

দ্রুত
একাডেমিক কার্যক্রম শুরু করার ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।