সদর
উপজেলা মঘী ইউপির আড়ুয়াকান্দিতে গিয়ে দেখা গেছে, ওই এলাকার তাজনুর (২২) নামে এক
তরুণের বাড়িতে এই মা ও মেয়ে অবস্থান নিয়েছেন।
শুক্রবার
বিকালে তারা ঢাকা থেকে এসেছেন বলে তারা জানান।
মায়ের
ভাষ্য, তাজনুরের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক হয়। তার মেয়ে ও তাজনুরের মধ্যে
স্বামী-স্ত্রীর সম্পর্ক করেছে। এখন তাজনুর তার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছেন না।
বিয়ে
না হওয়া পর্যন্ত তারা এই বাড়ি থেকে নড়বেন না বলে জানান।
ওই
বাড়িতে তাজনুর বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। তারা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে
প্রতিবেশীরা জানিয়েছেন।
এর আগে
গত ২৩ মে ওই কিশোরী একা এসেছিলেন। পরে তিনি তাজনুরের প্রতিবেশীর পরামর্শে মাকে আনতে
যান।
তরুণীর
মা বলেন, তিনি ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। তাজনুরও ঢাকায় একটা পোশাক কারখানায়
কাজ করেন।
মঘী ইউনিয়ন
পরিষদের আড়ুয়াকান্দি ওয়ার্ডের সদস্য তোরাব আলী ঘটনা শুনেছেন বলে জানালেও তিনি
সেখানে যাননি।
তোরাবের
ভাষ্য, তাকে মীমাংসার জন্য ডাকলে তিনি যাবেন।
অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন
মাগুড়া থানার ওসি নাসির উদ্দিন।