ক্যাটাগরি

৮ রানে অলআউট!

আইসিসি অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে শনিবার এই বিব্রতকর ব্যাটিং করেন নেপালের ব্যাটাররা।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা দেখেশুনে পার করেন নেপালের দুই ওপেনার। অবশ্য দলের রানের খাতা খোলার আগে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে তারা প্রথম উইকেট হারায়। এরপর থেকে কেবলই ব্যাটারদের আসা-যাওয়া।

নেপালের হয়ে সর্বোচ্চ ৩ রান করেন স্নেহা মাহারা। দলটির ছয় জন ব্যাটার আউট হন শূন্য রানে। ৮.১ ওভারে গুটিয়ে যায় তাদের ইনিংস।

মাত্র ২ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে ধস নামান পেসার মাহিকা গৌর। আরেক পেসার ইন্ধুজা নন্দকুমার নেন ৩ উইকেট, ৬ রান দিয়ে।

রান তাড়ায় একেবারেই সময় নেয়নি আরব আমিরাত। লক্ষ্যে পৌঁছে যায় ১.১ ওভারে, ১০ উইকেট হাতে রেখে।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য এর চেয়েও কম রানে অলআউট হওয়ার নজির আছে দুটি। ২০১৯ সালের ডিসেম্বরে দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপকে মাত্র ৬ রানে অলআউট করে ২৪৯ রানের বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

ওই বছরই জুনে মালি নারী দলকে ৬ রানে গুটিয়ে দেওয়ার পর ৪ বলে ১০ উইকেট হাতে রেখে জিতেছিল রুয়ান্ডা।

রয়টার্সের তথ্য মতে, নারীদের ঘরোয়া ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ভারতের অ-১৯ নাগাল্যান্ড দলের। সেটি অবশ্য ৫০ ওভারের ম্যাচে। ২০১৭ সালে কেরালার বিপক্ষে তাদের ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ২ রানে। 

২০২৩ সালে প্রথমবারের মতো হতে যাওয়া নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্ব হচ্ছে ছয়টি দল নিয়ে। নেপাল ও সংযুক্ত আরব আমিরাত ছাড়া আসরে অন্য চার দল ভুটান, মালয়েশিয়া, কাতার ও থাইল্যান্ড।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গত শুক্রবার কাতারকে ৩৮ রানে গুটিয়ে দিয়ে ৭৯ রানে জিতেছিল নেপাল।