ক্যাটাগরি

লোহাগাড়ায় ৪টি ইটভাটা উচ্ছেদ

সোমবার
লোহাগাড়া উপজেলায় এ অভিযান চালানো হয়।

উচ্ছেদ
করা চারটি ইটভাটা হল আমিরাবাদের বিএবি ব্রিকস ফিল্ড, পশ্চিম কলাউজানের কেবিকে ব্রিকস
ফিল্ড, পিএসপি ব্রিক ফিল্ড ও চুনতি এলাকার সিবিএম ব্রিকস ফিল্ড।

জেলা
প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ
অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইট ভাটাগুলো লোকালয়ে তৈরি করা হয়েছিল। পরিবেশ দূষণের অভিযোগে
ইট ভাটাগুলো উচ্ছেদ করা হয়েছে।

ইটভাটাগুলোর
বিভিন্ন চুল্লির পাশাপাশি তৈরি করা ইটও গুঁড়িয়ে দেওয়া হয় অভিযানে।