সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, উপজেলার বলিয়াপুরের ঢাকা-আরিচা মহাসড়কে বোরবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মৃতরা হলেন- সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আরিফুজ্জামান (৩৪) ও পূজা সরকার (৩৫) এবং প্রকৌশলী কাউছার আহমেদ (৩২) ও স্টাফবাসের চালক রাজিব হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “যাত্রীবাহী একটি বাস ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে সাভারগামী পরমাণু শক্তি কমিশনের স্টাফ মিনিবাসকে ধাক্কা দেয়। ওই সময় ঢাকামুখী গরুবোঝাই একটি ট্রাকও মিনিবাসটির সামনের অংশে ধাক্কা দেয়।
“দুর্ঘটনার সময় পরমাণু শক্তি কমিশনের স্টাফ বাসে প্রায় ২৫/২৬ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান পরমাণু শক্তি কমিশনের স্টাফবাসের চালক রাজীব।”
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাদের চারটি ইউনিট গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতরা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাভার পরমাণু শক্তি প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ান মো. সামসুল ইসলাম বলেন, “আমাদের একটি স্টাফ বাস ঢাকার রায়ের বাজার থেকে স্টাফদের সাভারে প্রতিষ্ঠানের নিয়ে আসে। আজকে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।”