ক্যাটাগরি

সাবরাং ট্যুরিজম পার্কের বালু বিক্রির দায়ে আড়াই লাখ টাকা জরিমানা

পার্কে বালু ভরাটের দায়িত্বে থাকা ঠিকাদারি
প্রতিষ্ঠান চায়না হারবার কোম্পানির কর্মকর্তা ফয়সাল ডিউককে শনিবার সন্ধ্যায় আড়াই লাখ
টাকা জরিমানা করা হয়েছে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধূরী জানান।

রোববার তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয়ের
অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তবায়নাধীন সাবরাং ট্যুরিজম
পার্কে বালু ভরাটের কাজ পায় চায়না হারবার নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের এসব কাজ
তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফয়সাল ডিউক।

“তিনি সেখান থেকে অবৈধভাবে অন্যত্র বালু
বিক্রি করছেন বলে অভিযোগ পাই। ঘটনাস্থলে গিয়েও অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে
তাকে আড়াই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।”

সাবরাং ট্যুরিজম পার্কের পাশের দোকানদার
নূর মোহাম্মদ বলেন, ট্যুরিজম পার্কের বালু অন্যত্র অবৈধভাবে বিক্রি করে লাখ লাখ টাকার
বাণিজ্য করে আসছিলেন চায়না হারবারের কর্মকর্তা ফয়সল ডিউকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র।