ক্যাটাগরি

বিএনপি নেতা সানাউল্লাহ মিয়ার জীবনাবসান

কিডনি
জটিলতার মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল
৬০ বছর।

বিএনপির আইন
বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। বাংলাদেশ বার কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।

জরুরি
অবস্থার সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের
পক্ষে আইনি লড়াই চালিয়ে দলের মধ্যে আস্থার স্থান করে নিয়েছিলেন সানাউল্লাহ মিয়া।
তখন তিনি সবার কাছে পরিচিত হয়ে উঠেন।

কয়েক
বছর আগে ব্রেইন স্ট্রোকের পর অসুস্থতার মধ্যেও দলীয় কর্মকাণ্ড ও আইনি পেশায় সক্রিয়
ছিলেন সানাউল্লাহ মিয়া।

সানাউল্লাহ
মিয়ার ঘনিষ্ঠ সহকর্মী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ
তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিডনি জটিলতায় একোয়েট নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে
আজকে রাতে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে তিনি (সানাউল্লাহ মিয়া) মারা গেছেন।”

নরসিংদীর
শিবপুরে জন্মগ্রহণকারী সানাউল্লাহ মিয়া স্ত্রী ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে তার বিদেহি আত্মার
মাগফেরাত কামনা করেন।

সানাউল্লাহ মিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে আইনজীবীসহ নেতা-কর্মীরা ছুটে যান।

পরিবারের সদস্যরা জানিয়েছেন,
তার মরদেহ শিবপুরে নিয়ে দাফন করা হবে।