এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হুমায়রা আনান।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সৈয়দ আফেজ উল মাহমুদ দ্বিতীয়
এবং বুয়েটের নাজমুজ সাকিব তৃতীয় সেরার পুরস্কার পেয়েছেন।
এছাড়া বুয়েটের
দেবাশীষ রায় এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উম্মে তাহমিনা হকের প্রকল্প এবারের প্রতিযোতিায় ‘বিশেষভাবে প্রশংসিত’ হয়েছে।
ইস্পাত শিল্প
প্রতিষ্ঠান কেএসআরএম এবং ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)
তরুণ স্থপতিদের থিসিস প্রকল্পের ওপর
এই প্রতিযোগিতার আয়োজন করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেএসআরএম জানায়,
এবার দেশের এগারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের
নিয়ে ‘অ্যাওয়ার্ড ফর ফিউচার আর্কিটেক্ট’ প্রতিযোগিতার
আয়োজন করা হয়।
জুরি বোর্ডের বিচার শেষে
তিন বিজয়ীর নাম
ঘোষণা করা হয়
রোববার।
এছাড়া এবারের সেরা ৩০ প্রতিযোগীর প্রকল্প
নিয়ে শুরু হয়েছে ভার্চুয়াল প্রদর্শনী। সাত দিনের
এই প্রদর্শনী চলবে আগামী শনিবার
পর্যন্ত।
আইএবির সভাপতি স্থপতি জালাল আহমেদ ও কেএসআরএমের পরিচালক মো. শহীদুর রহমান
রোববার এই অনলাইন প্রদর্শনীর উদ্বোধন করেন।
এবারের প্রতিযোগিতায় জুরি বোর্ডে ছিলেন স্থপতি হারুন-অর-রশিদ, স্থপতি জালাল আহমেদ, ড. নাসরিন হোসাইন, স্থপতি আশিক ভাস্কর মান্নান
ও স্থপতি রাশেদ হাসান চৌধুরী।
সেরাদের মধ্যে প্রথম
পুরস্কার বিজয়ী এক লাখ টাকা, দ্বিতীয়
পুরস্কার বিজয়ী ৭৫ হাজার টাকা এবং তৃতীয়
পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকার চেক, প্রশংসাপত্র ও সম্মানা ক্রেস্ট
পাবেন।
বিশেষভাবে প্রশংসিত দুই অংশগ্রহণকারীকে প্রশংসাপত্র ও সম্মাননা ক্রেস্ট
দেওয়া হবে।