মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয় বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. গোলজার আলী।
তিনি বলেন, নদীর তীরভূমিতে ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থাপনাগুলোর মধ্যে তিনটি একতলা ভবন, পাঁচটি আধা পাকা ভবন, ১০টি দেয়াল, ১০ টিনের ঘর, ২৫টি টং ঘর ও একটি গরুর ফার্ম রয়েছে।
এতে তিন একর ভূমি দখলমুক্ত
হয় বলে জানান গুলজার আলী।
রোববার কেরানীগঞ্জের ঝাউচরে নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা ২৬টি স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিটিএ।