ক্যাটাগরি

ভারতকে ৪-০ এড়ানোর পথ দেখালেন গাভাস্কার

ভারতের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে
গাভাস্কার বললেন, ভারতীয় ক্রিকেটারদের এখন ভেঙে না পড়ে নিজেদের সামর্থ্যে আস্থা রাখতে
হবে।

“ দলকে এখন বিশ্বাস রাখতে, সিরিজের
বাকিটায় তারা ফিরে আসতে পারে। ইতিবাচক থাকতে না পারলে ৪-০তে সিরিজ হেরে ফিরতে হবে।
ইতিবাচক থাকতে পারলে, অবশ্যই ঘুরে দাঁড়ানো সম্ভব। মেলবোর্ন টেস্টে ভারতকে শুরুটা খুব
ভালো করতে হবে। তরতাজা মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।”

প্রথম টেস্টে বিধ্বস্ত হওয়া ভারতের
ব্যাটিং অর্ডারে দুটি পরিবর্তন চান গাভাস্কার। পিতৃত্বকালীন ছুটি পাওয়া বিরাট কোহলির
জায়গায় লোকেশ রাহুলের একাদশে আসা নিশ্চিতই। সঙ্গে পৃথ্বি শ-এর বদলে একাদশে শুবমান গিলকে
চান গাভাস্কার। তাদের ব্যাটিং পজিশন নিয়েও নিজের মতামত জানালেন তিনি।

“ দুটি পরিবর্তনের কথা ভাবতে পারে
ভারত। পৃথ্বি শ-এর জায়গায় লোকেশ রাহুলকে দিয়ে ইনিংস ওপেন করানো উচিত। পাঁচ বা ছয়ে খেলানো
উচিত শুবমান গিলকে। তার ফর্ম বেশ ভালো। শুরুটা আমরা ভালো করতে পারলে অবস্থায় পরিবর্তন
হতে পারে।”

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী
শনিবার থেকে।