মঙ্গলবার সকালে মধ্য নরসিংপুর এলাকা থেকে
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে
পুলিশ।
নিহতের নাম-পরিচয়
তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম
হোসেন বলেন, সকালে নরসিংপুর
এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর
দিলে পুলিশে গিয়ে তা উদ্ধার করে।
নিহতের পরনে জিন্সপ্যান্ট ও লাল চেক ফুল
শার্ট পড়া ছিল এবং গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে
আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে
পাঠানো হয়েছে বলে জানান তিনি।