ক্রীড়া বিষয়ক স্প্যানিশ দৈনিক
মার্কার থেকে সোমবার ২০১৯-২০ মৌসুমে লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘দি স্তেফানো
ট্রফি’ গ্রহণ করেন বেনজেমা। গত মৌসুমে রিয়ালের লিগ শিরোপা
জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই খেলোয়াড় গোল করেন ২১টি।
২০০৭-০৮ মৌসুম থেকে চালু হওয়া এই
পুরস্কার প্রথম জিতেছিলেন রিয়াল কিংবদন্তি রাউল গনসালেস। পরের ১১ মৌসুমে
পুরস্কারটা ভাগাভাগি করে নেন মেসি ও রোনালদো। ২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল ছেড়ে
ইউভেন্তুসে যোগ দেওয়ার আগে পর্তুগিজ ফরোয়ার্ড জেতেন চারবার, বার্সেলোনা
অধিনায়ক সাতবার। এবার নিজে পুরস্কারটা জিতে গর্বিত অনুভব করছেন বেনজেমা।
“এটার অর্থ অনেক
কিছু। আমি গর্বিত অনুভব করছি এবং খুবই খুশি। ২০০৯ সাল থেকে এই ক্লাবের হয়ে আমার
কাজের পুরস্কার এটা। যা বললাম, নিঃসন্দেহে আমি খুবই খুশি।
রিয়াল মাদ্রিদে আমি অনেক দিন থেকেই আছি এবং সব সময় দলকে সাহায্য করতে কাজ করি।”
“(মেসি ও রোনালদো)
অন্য ধরনের। ব্যক্তিগত অনেক পুরস্কারই তারা জিতেছে। আমার জন্য তাদের মতো দুই
খেলোয়াড়কে ছাপিয়ে এই পুরস্কার জেতা সম্মানের।”
তিনি নিজে না জিতলে পুরস্কারটা
কে পেত বলে মনে করেন বেনজেমা?
“অনেকেরই
পুরস্কারটা পাওয়ার সম্ভাবনা ছিল। উদাহরণ হিসেবে, সের্হিও
রামোসের দারুণ একটি মৌসুম কেটেছিল। আমি অন্য দলের খেলোয়াড়দের দিকে তাকাই না;
সব সময় আমার সতীর্থদের নিয়ে ভাবি।”
গত মৌসুমের মতো এবারও দারুণ সময়
কাটছে বেনজেমার। লিগে ১২ ম্যাচে করেছেন ৭ গোল। এখন পর্যন্ত তার চেয়ে বেশি গোল
করেছেন কেবল ভিয়ারিয়ালের জেরার্দ মরেনো, ৮টি। ম্যাচে ভালো করার তাড়নায় অনুশীলনেও
নিজেকে উজাড় করে দেন বেনজেমা।
“প্রতিটা ম্যাচের
কথা চিন্তা করে প্রতিটা অনুশীলন সেশনে আমি সেরাটা দিই। আমি মনে করি, প্রতিটা দিন এটা দেখাতে হবে যে, এই ক্লাবের হয়ে আমি
খেলতে পারি। এই ক্লাবকে সব সময়ই বিশ্বের সেরা মনে করি।”