তবে তারা সম্প্রতি যুক্তরাজ্যে আবিষ্কৃত করোনাভাইরাসের অতি সংক্রামক ধরনটিতে আক্রান্ত কিনা তা পরিষ্কার নয় বলে মঙ্গলবার জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
মহামারীতে বিশ্বজুড়ে ১৭ লাখেরও বেশি আর ব্রিটেনে ৬৭ হাজারেরও বেশি লোকের মৃত্যুর মধ্যেই করোনাভাইরাসের নতুন ধরন আবিষ্কার আতঙ্ক ছড়াচ্ছে।
সোমবার ভারতের বিমান পরিবহন মন্ত্রণালয় বুধবার থেকে চলতি মাসের শেষ পর্যন্ত যুক্তরাজ্যের সব ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে আর আদেশ কার্যকর হওয়ার আগে ওই দেশটিতে থেকে আসা যাত্রীদের সবার ভাইরাস পরীক্ষার নির্দেশ দেয়।
সরকারি কর্মকর্তা অবনিশ কুমার জানিয়েছেন, সোমবার রাতে ব্রিটেনে থেকে নয় দিল্লিতে আসা একটি ফ্লাইটের ২৬৬ জন যাত্রী ও ক্রুকে পরীক্ষার পর পাঁচ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে।
তাদের কারও মধ্যে ভাইরাসের নতুন ধরনটি আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক টেক্সট বার্তায় কুমার বলেন, “এটি পরিষ্কার নয়। এনসিডিসি (ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল) এটি নিশ্চিত করবে।”
ফ্লাইটে নিষেধাজ্ঞা দেওয়ার পর ব্রিটেন থেকে আরও অন্তত দুটি ফ্লাইট ভারতে এসেছে। এর একটি মুম্বাইয়ে অপরটি অমৃতসরে অবতরণ করে।
সোমবার রাতে অমৃতসরে নামা ২৪০ জন যাত্রী ও ক্রুর পরীক্ষার ফল মঙ্গলবার স্থানীয় সময় বিকালে জানানো হবে বলে সরকারি কর্মকর্তা দীপক ভাটিয়া রয়টার্সকে জানিয়েছেন।
বিশ্বে যুক্তরাষ্ট্রের পর সর্বাধিক করোনাভাইরাস রোগী ভারতে শনাক্ত হয়েছে। সর্বশেষ হিসাবে দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৫ হাজার ১১৬ জন আর মৃত্যু হয়েছে এক লাখ ৪৬ হাজার ১১১ জনের।