ক্যাটাগরি

চট্টগ্রামে অস্ত্রসহ ‘মলম পার্টির’ চার সদস্য গ্রেপ্তার

নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে সোমবার গভীর রাতে তাদের
গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- আরমান (২৩), আনছার আলী ফয়সাল (২২), শাকিল (২১),
জীবন (২০)।

গ্রেপ্তার চার যুবক ‘মলম পার্টির’ সদস্য এবং তারা চাক্তাই এলাকায় বাজার
করতে আসা ব্যবসায়ীদের মুখে স্কচ টেপ ও চোখে মলম লাগিয়ে ছিনতাই করে বলে পুলিশের দাবি।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
জানান, সোমবার গভীর রাতে শাহ আমানত সেতুর উত্তর পাশে কিছু যুবক অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান
করছে এ তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়।

সেখান চারজনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি নেজামের দাবি, তাদের কাছ থেকে
দেশীয় এলজি, দুইটি কার্তুজ, দুইটি ছুরি, রশি ও ঝাণ্ডু বাম উদ্ধার করা হয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে পাইকারি ভোগ্যপণ্যের বাজার চাক্তাইয়ে
বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের টার্গেট তাদের। ব্যবসায়ীরা অটোরিকশায় উঠলে যাত্রীবেশে
কয়েকজন উঠে পড়ে।

তারপর ব্যবসায়ীদের হাত-পা বেঁধে মুখে, স্কচ টেপ লাগিয়ে, চোখে বাম দিয়ে
সব নিয়ে ছিনিয়ে নেয় বলে জানান ওসি নেজাম উদ্দিন।