গত ৪ অক্টোবর হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু ম্যাচ খেলতে তুরিনে যায়নি নাপোলি। কারণ হিসেবে তখন তারা বলেছিল, দলের দুজন কোভিড-১৯ পজিটিভ হওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খেলোয়াড়দের বাড়িতে থাকতে বলা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে ম্যাচ স্থগিতের আবেদন করে দলটি। কিন্তু লিগ কর্তৃপক্ষ নিয়মের কথা জানিয়ে আগের সিদ্ধান্তে অটল থাকে। ইউভেন্তুসও ম্যাচটি সূচি অনুযায়ী খেলতে মরিয়া ছিল। ঠিক সময়ে তাদের পুরো দল পৌঁছে গিয়েছিল স্টেডিয়ামে, শুরু করেছিল অনুশীলনও।
নিয়ম মেনে কিক-অফের ৪৫ মিনিট পেরিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। পরে সেরি আর শৃঙ্খলা কমিটি নাপোলির শাস্তির কথা জানায়। তিন পয়েন্ট পায় ইউভেন্তুস, নাপোলির কেটে রাখা হয় এক পয়েন্ট।
শাস্তির বিরুদ্ধে নাপোলির দুটি আপিল খারিজ হওয়ার পর ইতালিয়ান অলিম্পিক কমিটি স্পোর্টস গ্যারান্টি বোর্ডে আপিল করে দলটি। মঙ্গলবার সেটিরই রায় এসেছে।
সেই অনুযায়ী পয়েন্ট টেবিলও আপডেট করা হয়েছে। ১২ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে নাপোলি। ছয়টি করে জয় ও ড্রয়ে সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে ইউভেন্তুস।