ক্যাটাগরি

ট্রেনযাত্রায় স্বাস্থ্যবিধি মানতে বলল সংসদীয় কমিটি

বুধবার
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ
সচিবালয় থেকে জানানো হয়েছে।

করোনাভাইরাসের
বিস্তার রোধে গত মার্চের শেষে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর গত ৩১ মে থেকে আসনের
অর্থেক যাত্রী নিয়ে চলেছে ট্রেন।


সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কিছু বিষয় শিথিল করে চলাচল শুরু করে
যাত্রীবাহী রেল। ১২ সেপ্টেম্বর থেকে স্টেশন কাউন্টারেও ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়।
১৬ সেপ্টেম্বর থেকে সব আসনে যাত্রী ট্রেন চলতে থাকে।


বুধবার থেকে সব আসনে যাত্রী নেবে ট্রেন
 

সংসদ
সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলের বিভিন্ন প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে
বিদেশি কোম্পানি বা ব্যক্তিকে নিরুৎসাহিত করে দেশীয় অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য কোম্পানি
বা ব্যক্তি বাছাইকে উৎসাহিত করার সুপারিশ করে স্থায়ী কমিটি।

এছাড়া
প্রকল্পের সময় ও ব্যয় যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রেখে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগসহ
প্রকিউরমেন্ট ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে কমিটি।

কমিটির
সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মো.
নূরুল ইসলাম সুজন, শফিকুল আজম খাঁন, গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি
অংশ নেন।