ক্যাটাগরি

মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

বুধবার বিকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দী এলাকায় ও সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। 

নিহতরা হলেন- গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক শিপন হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৫) ও তাদের ছেলে ইমাম হোসেন (৪) এবং বলিয়ারপুর গ্রামের দিনমজুর সুজন আলীর মেয়ে সজনী খাতুন (৪)।

জেসমিনের পরিবার জানায়, ছেলেকে সঙ্গে নিয়ে গাংনী উপজেলার ভরাট গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জেসমিন। বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে বামুন্দী এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, ঘটনার পরই ট্রাকসহ চালক পালিয়ে যায়। লাশ উদ্ধার করে আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

অপরদিকে একই সময়ে সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় সজনী খাতুন নামের এক শিশু নিহত হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

নিহতের বাবা বলেন, তার মেয়ে বাড়ির পাশে খেলছিল। এ সময় ব্যাটারি চালিত একটি ইজিবাইকের ধাক্কায় সজনীর মৃত্যু হয়।

ইজিবাইকটি আটক করা যায়নি বলে পুলিশ জানায়।