ক্যাটাগরি

কোভিড-১৯: ইউরোপে মৃত্যু ৫ লাখ ছাড়াল

ভাইরাসের নতুন ওই ধরনের কারণে ইংল্যান্ডে বড়দিন ও নববর্ষের ছুটির মৌসুমে কঠোর লকডাউন জারি করা হয়েছে। প্রতিবেশী দেশ ছাড়াও বিশ্বের অনেক দেশ যুক্তরাজ্যের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে কাভিড-১৯ এ সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। যুক্তরাজ্যে ভাইরাসের নতুন যে ধরন শনাক্ত হয়েছে রোববার ইতালিতেও ভাইরাসের সেই একই ‘স্ট্রেইন’ শনাক্ত হয়েছে। ডেনমার্ক এবং ফ্রান্সেও তা পাওয়া গেছে।

বিশ্বের প্রথম দেশ হিসাবে যুক্তরাজ্যে এ মাসের শুরুতে ফাইজার/বায়োএনটেক এর টিকা দেওয়া শুরু হয়েছে। পরে এ টিকাদান কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোসহ অন্যান্য আরও দেশ।

বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণ এবং মৃত্যুর ৩০ শতাংশের বেশি ইউরোপের বাসিন্দা। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে আবার সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে গত ফেব্রুয়ারিতে ফ্রান্সে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। তারপর ইউরোপে মোট মৃত্যু আড়াই লাখে পৌঁছাতে আট মাস সময় নিয়েছে। আর আড়াই লাখ থেকে মৃত্যু পাঁচ লাখে পৌঁছাতে সময় নিয়েছে মাত্র ৬০ দিন।

মঙ্গলবার ইউরোপে মৃত্যু ৫ লাখ ছাড়িয়ে যায়। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্য ও রাশিয়ায় দৈনিক শত শত মানুষের মৃত্যু হচ্ছে এবং ইউরোপ অঞ্চলে মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশই ঘটছে এই ৫ দেশে।

আর গোটা বিশ্বে এই একবছরে করোনাভাইরাস কেড়ে নিয়েছে ১৭ লাখের বেশি প্রাণ এবং ভাইরাস শনাক্ত হয়েছে ৭ কোটি ৭৫ লাখের বেশি মানুষের।