মঙ্গলবার অভিযানে ওই গুদামগুলো থেকে
দুজন চীনা নাগরিককে গ্রেপ্তারের কথাও সিআইডি জানিয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন হাও জিয়াওপিং
(৪১) ও সু ঈন (৩৫)।
বুধবার সিআইডির এক সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল ৫৮৫টি সেলাই মেশিন এবং
বাটারফ্লাই লোগো ব্যবহার করে প্রস্তুত করা ফ্লাই বাটারফ্লাইয়ের ১ হাজার ১০০টি
সেলাই মেশিন উদ্ধার করা হয়।
“দীর্ঘদিন যাবত দেশি-বিদেশি একটি
চক্র বিদেশ থেকে পণ্য আমদানির অন্তরালে সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল সেলাই মেশিনসহ
অন্যান্য সামগ্রী এনে বিভিন্ন গোডাউনে মজুদ এবং অসৎ ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত
করে আসছিল।”
এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে
বলে সিআইডি জানিয়েছে।