ক্যাটাগরি

২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব: জাপানি রাষ্ট্রদূত

বুধবার
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে তার বাসায় আলাপচারিতায়
তিনি এ আশাবাদ ব্যক্ত করেন বলে বসুন্ধরা গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

জাপানি
রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে
বিশ্ব। সকল ধরনের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন হবে।”

হজরত
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ, মাতারবাড়ি প্রকল্প,
মেট্রোরেল প্রকল্প ঘিরে এই আশাবাদ প্রকাশ করেন নাওকি। এই প্রকল্পগুলো জাপানি
সংস্থা বাস্তবায়ন করছে।

অর্থনীতিতে
করোনাভাইরাসের মহামারীর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, “শুধুই অর্থনীতি পুনরুদ্ধার
নয়, তার নেতৃত্বে যেসব তাক লাগানো অবকাঠামো উন্নয়ন হচ্ছে তার অনেক কিছুই দৃশ্যমান
হতে চলেছে। বাংলাদেশ পাচ্ছে নতুন রূপ।”

তিনি বলেন, ঢাকার পাশে আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমিতে জাপানি বিনিয়োগকারীদের
অগ্রাধিকার দিয়ে নির্মিত হচ্ছে জাপানিজ ইকোনোমিক জোন। জাপানের বেশ কয়েকটি বড়
শিল্পগোষ্ঠী সেখানে বিনিয়োগ করবে।