ক্যাটাগরি

বিইউবিটির শিক্ষার্থীদের স্বল্প মূল্যে উচ্চ গতির ইন্টারনেট দেবে রবি

মঙ্গলবার বিইউবিটির
মিরপুরের রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক
স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে বিইউবিটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বেসরকারি এই বিশ্ববিদ্যালয় জানায়, বিইউবিটির উপাচার্য মো. ফৈয়াজ খান এবং রবি আজিয়াটা
লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের
পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী দেশের
অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর রবি বিইউবিটির শিক্ষার্থীদের অনলাইন ক্লাস এবং পরীক্ষার
জন্য স্বল্প মূল্যে উচ্চ গতির ইন্টারনেট ডেটা সরবরাহ করবে।

প্রযুক্তিগত সহযোগিতা
দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকায় রবি এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ
জানান বিইউবিটির উপাচার্য ফৈয়াজ খান।

এ সময় আদিল হোসেন নোবেল
বলেন, “আমরা বিশ্বাস করি মহামারীকালে শিক্ষাগ্রহণ কার্যক্রম বন্ধ থাকতে পারে না। রবি
একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিইউবিটিও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাই এই সমঝোতা অনলাইন
ক্লাসে ও পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়াবে বলে মনে করি।”

সমঝোতা স্মারক স্বাক্ষর
অনুষ্ঠানে বিইউবিটির উপ-উপাচার্য অধ্যাপক মো. আলী নূর,  অ্যাডভাইজার অধ্যাপক মো. আবু সালেহ, আর্টস অ্যান্ড
হিউম্যানিটিজ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং
অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেসের ডিন মো. আলী আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।