ক্যাটাগরি

বরখাস্ত পিএসজি কোচ টুখেল

লিগ ওয়ানে ঘরের মাঠে বুধবার রাতে স্ত্রাসবুরকে ৪-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। পরদিন জার্মান কোচ টুখেলের সঙ্গে দলটি চুক্তি বাতিল করেছে বলে জানায় জার্মান পত্রিকা বিল্ড ও ফরাসি পত্রিকা লেকিপে।

পরে বিবিসিও তাদের প্রতিবেদনে খবরটি জানায়। তবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে পিএসজির সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। শেষ সাত ম্যাচের মধ্যে তারা জিতেছে কেবল তিনটি, দুটি করে ড্র ও হার। ১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিন নম্বরে।

আর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন রাউন্ডে দুইবার হারের স্বাদ পাওয়া পিএসজি নকআউট পর্ব নিশ্চিত করে প্রুপ পর্বের শেষ দিনে। শেষ ম্যাচে অবশ্য ইস্তানবুল বাসাকসেহিরকে উড়িয়ে ‘এইচ’ গ্রুপের সেরা হয়েই পরের রাউন্ডে পা দেয় গতবারের রানার্সআপরা।

তবে পারফরম্যান্সের ওঠানামার জেরেই চুক্তির মেয়াদ ছয় মাস বাকি থাকতে বরখাস্ত হতে হলো টুখেলকে। ২০১৮ সালের মে মাসে প্যারিসের দলটির দায়িত্ব নেওয়ার পর দুটি করে লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপের শিরোপা জেতেন তিনি।

গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে স্বপ্ন ভাঙে পিএসজির। 

টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ মাওরিসিও পচেত্তিনোকে পিএসজির দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।