বৃহস্পতিবার ভোরে আকবর শাহ থানার সুপারি বাগান ১০ নম্বর
সমাজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অজি উল্লাহ ওরফে রানার (৩২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার
নবীনগরে। তিনি থাকেন সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে।
আকবর শাহ থানার পাহাড়ি এলাকা ও জঙ্গল সলিমপুরে রানার বিরুদ্ধে
অস্ত্র, চাঁদাবাজি, পাহাড় কাটা, জমি দখলসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) আরিফ হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রানা পেশাদার সন্ত্রাসী। সীতাকুণ্ড উপজেলার জঙ্গল
সলিমপুর, বায়েজিদ ও আকবর শাহ এলাকায় অবৈধ ভাবে জমি দখল, চাঁদাবাজিসহ বেশকিছু অভিযোগ
আছে রানার বিরুদ্ধে।
“একটি হত্যা মামলায় বেশকিছু দিন কারাগারে থেকে বছর খানেক
আগে জামিনে ছাড়া পেয়েছে সে।”
সহকারী কমিশনার আরিফ জানান, ভোরে আকবর শাহ থানার সুপারি
বাগান ১০ নম্বর সমাজ এলাকার বায়তুল জান্নাত মসজিদ এলাকা থেকে রানাকে আটক করা হয়। পরে
তাকে তল্লাশি করে সাথে থাকা ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি,
একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
রানার বিরুদ্ধে আকবর শাহ থানায় অস্ত্র আইনে একটি মামলা
করা হয়েছে বলে জানান তিনি।